হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ সংস্কারের আশ্বাস
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ সংস্কার ও স্থায়ীভাবে প্রতিরক্ষার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মাহফুজুর রহমান।
শনিবার দুপুরে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ তীর পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় তিনি ডিপিপি (সম্ভাব্যতা যাচাই) তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে তিনি খোয়াই নদীর অতি ঝুঁকিপূর্ণ শহরতলীর তেতৈয়া, পূর্ব ভাদৈ ও মাছুলিয়া অংশ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- সিলেটের প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) জুলফিকার আলী হাওলাদার ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে