সিলেটে বাসচাপায় পথচারী নিহত
ছবি-প্রতীকী
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
রোববার বেলা সোয়া ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় পৌঁছে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরণে সবুজ রঙের চেক হাফশার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, এনা পরিবহনের একটি বাস এক পথচারী যুবককে চাপা দিলে ঘটনাস্থলই তার মৃত্যু হয়েছে।
ছামির মাহমুদ/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না