ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০১ জুলাই ২০১৮

 

টাঙ্গাইলের কালিহাতী পানিতে ডুবে রুবেল মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্য হয়েছে। রোববার দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রুবেল মিয়া উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বানিয়াফৈর এলাকায় পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কাটার কাজ চলছিল। দুপুরে হঠাৎ করে ড্রেজারে মাটি না উঠায় রুবেল পানিতে নেমে ড্রেজারের পাইপে ময়লা পরিষ্কার করতে যায়। পরে তিনি পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন পানিতে ডুবে শ্রমিক রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ উর রহমান টগর/আরএ/পিআর

আরও পড়ুন