ব্রিজ থেকে লাফিয়ে বিলে তলিয়ে গেলেন কিশোর
গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিলে গোসল করতে গিয়ে মো. মাহফুজ মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়ার নলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
মাহফুজের প্রতিবেশী সিদ্দিক পালোয়ান জানান, দুপুরে মাহফুজ তার তিন বন্ধু নিয়ে বেরুয়া এলাকার নলি ব্রিজের পাশে বেলাই বিলে গোসল করতে যায়। তিন বন্ধু মিলে ব্রিজ থেকে লাফ দিলে দু’জন ডাঙ্গায় আসলেও মাহফুজ তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজের মৃঘি রোগ ছিল বলে জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুলতান মাহমুদ জানান, ঘটনাস্থলেই রোগীর মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
আব্দুর রহমান আরমান/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে