চাঁদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোটারাবাদ এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাসুদ বেপারি (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুদ কোটারাবাদ এলাকার মোক্তার বেপারির ছেলে। তিনি পার্শ্ববর্তী বহরিয়া বাজারে সিএনজি চালিত অটোরিকশার খুচরা যন্ত্রাংশের ব্যবসা করতেন।
মাসুদের নানা সালামত মাঝি জাগো নিউজকে জানান, বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন পিপিএম জাগো নিউজকে জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
ইকরাম চৌধুরী/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ