ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আনাছ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাছ ওই গ্রামের মুন্সীবাড়ীর ইউনুছ মুন্সির ছেলে।
শিশুর দাদা আব্দুল বাসার মুন্সী জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৯টায় আনাছ তার দাদির সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। দাদি আগে চলে গেলে শিশুটি পেছন পেছন গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাকে না পেয়ে বাড়ির লোকজন খুঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে আনাস ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আনাছকে মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গোলাম রায়হান শিশুটির মৃত্যুর বিষয় জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ