ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লামায় নৌকা ডুবে তিনজন নিখোঁজ

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৪ আগস্ট ২০১৮

বান্দরবানের লামা উপজেলায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে ৩ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মাতামুহুরী নদীর লামামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, লামা সদর ইউনিয়নের নতুন লাইল্যাপাড়ার বাসিন্দা পয়েন ম্রোর ছেলে মেনপ্রে মুরুং (৩৫), তাউপাড়ার বাসিন্দা চিংক্রাত ম্রোর ছেলে রেংপং ম্রো (৪০) ও ফাইতং ইউনিয়নের চিংকক পাড়ার বাসিন্দা লুলেক ম্রো (৫০)। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কাজ করছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শফিকুলের ইঞ্জিনচালিত নৌকাটি বিকেলে ১৭ জন যাত্রী নিয়ে পোপা হেডম্যানপাড়ার দিকে যাচ্ছিল । পরে নৌকাটি নদীর পোপা খালের মোহনায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের টানে ডুবে যায়। এসময় নৌকা চালকসহ অন্যরা সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও তিনজন ডুবে যায়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযানে নামেন।

এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার বিশান্ত বড়ুয়া জাগো নিউজকে বলেন, এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা জাগো নিউজকে বলেন, নৌকা ডুবিতে তিনজন নিখোঁজের খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এমএএস/জেআইএম

আরও পড়ুন