ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৯ আগস্ট ২০১৮

পেশাগত দায়িত্ব পালনকালে দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুরে শহরের উত্তর তেহুমনী এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকরা নির্যাতন হচ্ছে। বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হয়। এসব পরিস্থিতি মোটেও কাম্য নয়। মামলা-হামলা করে সাংবাদিকদের সত্য প্রকাশে অবরুদ্ধ করা যাবে না। এ সময় তারা রাজধানীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

এতে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক আজিজুল হক, হোসেন আহমদ শাহজাহান, হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন, এ কিউ এম শাহাবুদ্দিন, ইসমাইল হোসেন জবু, নিজাম উদ্দিন, সাজ্জাদুর রহমান ও জহিরুল ইসলাম শিবলু প্রমুখ। এছাড়া মানববন্ধনে জেলার কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএ/পিআর

আরও পড়ুন