সংস্কার হচ্ছে রানীনগর রেল স্টেশনের ফুটওভার ব্রিজ
নওগাঁর রানীনগর রেল স্টেশনের ফুটওভার ব্রিজটি অবশেষে সংস্কার করা হচ্ছে। ঈদকে সামনে রেখে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওভারব্রিজ নিচু হওয়ায় ও অসাবধানতা বসত ট্রেনের ছাদে অবৈধভাবে যাত্রীরা চলাচল করায় এ দুর্ঘটনায় শিকার হন। আর তাই মঙ্গলবার থেকে ফুটওভার ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ফুটওভার ব্রিজ প্রায় সাড়ে ১৭ ফুট উঁচু হয়। সে তুলনায় রানীনগর ফুটওভার ব্রিজটির উচ্চতা একটু রয়েছে। এর মধ্যে গত দুবছর আগে এবং সম্প্রতি রেল লাইন কিছুটা উঁচু করা হয়। রেল লাইন উঁচু করা হলেও ফুটওভার ব্রিজটি উঁচু করা হয়নি। ফলে ব্রিজের উচ্চতা ১৫ ফিট ৩ ইঞ্চিতে নেমে আসে। এতে করে ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে হতাহত হয়। ট্রেনের ছাদে অবৈধভাবে যাত্রীরা চলাচল করায় এ দুর্ঘটনায় শিকার হতে হয়।
স্থানীয়রা জানায়, ট্রেনের ছাদে ভ্রমনকারীরা দরিদ্র পরিবারের। তারা জীবন-জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি ও রিকশা চালায়। আর তারা বাড়িতে ফেরার সময় টাকা বাঁচানোর জন্য বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়ে। এসব যাত্রীরা ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে গত আট মাসে ১১ জন নিহত ও ১২ জন আহতের ঘটনা ঘটেছে। ওভারব্রিজের উচ্চতা কম হওয়ায় এবং পথচারীরা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ দিকে রানীনগর স্টেশনে অবস্থিত এই ওভারব্রিজ তেমন কোনো কাজে আসে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নওগাঁর রানীনগর স্টেশন অতিক্রম করার সময় ওই ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে সাতজন ফুটওভার ব্রিজের পাটাতনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছাদ থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে আরও একজনসহ মোট ৫ জন নিহত হয়। এ সময় আরো দুইজন আহত হয়। একসঙ্গে এতোগুলো প্রাণহানীর খবরে সাথে সাথে ছুটে আসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। তারা ঘটনাস্থলে এসে ফুটওভার ব্রিজটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করার উদ্যোগের কথা জানান।
কিন্তু গত ঈদের আগে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ সর্তকতামূলক ‘সাবধান’ নামক একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিলেন ২-৩ মাসের মধ্যেই ব্রিজটি সংস্কারের মাধ্যমে উচুঁ করা হবেও জানানো হয়। অবশেষে ঈদ উল আযহার আগে ঘর মুখো ট্রেন যাত্রীদের হতাহতের ঘটনা এড়াতে মঙ্গলবার থেকে ফুটওভার ব্রিজ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগীয় ব্রিজ প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, রানীনগর স্টেশনের ফুটওভার ব্রিজটি উচ্চতা কিছুটা কম। ঈদ ও অন্যান্য সময় ঘরে ফেরাসহ যাত্রীরা ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটত। আর যেন হতাহতের ঘটনা না ঘটে সে লক্ষ্যে ফুটওভার ব্রিজটি সংস্কার করা হচ্ছে।
আব্বাস আলী/আরএ/জেআইএম