ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে জামায়াত-শিবিরের ৩ কর্মীর ৫ বছর করে কারাদণ্ড

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৩ আগস্ট ২০১৮

শেরপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার গোপন পরিকল্পনা সভা করার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় জামায়াত-শিবিরের তিন কর্মীর পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মানজন আলীর ছেলে আবু মাসুম ওরফে মাসুম বিল্লাহ (৩০), পূর্ব চাঁদগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২০)।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. হাফিজুর রহমান (২৫), মো. রুবেল মিয়া (২৫), মিজানুর রহমান (৩০), মাহফুজুর রহমান (২৮), মো. হৃদয় মিয়া (৩০) ও রসুল মিয়া (২৭) নামে ছয়জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ৪ জুন নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদের ভেতর থেকে পুলিশ একদল জামায়াত-শিবিরের কর্মীকে আটক করে। পুলিশের অভিযোগ সন্ত্রাস ও নাশকতা কাজে পরিকল্পনা করার জন্য সংঘবদ্ধ হয়ে তারা মসজিদে গোপন সভা করছিল। পরে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ২০১৬ সালের ৫ মে জামায়াত-শিবিরের ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালত তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ছয়জনকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট এম কে মোরাদুজ্জামান মুরাদ মামলাটি পরিচালনা করেন।

হাকিম বাবুল/আরএআর/আরআইপি

আরও পড়ুন