সিদ্ধিরগঞ্জে তরুণীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে ফয়সাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল মুক্তিনগর এলাকার আলম ওরফে জামাই আলমের ছেলে। আলম ওরফে জামাই আলম সাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি নূর হোসেনের বোন জামাতা।
তরুণীর স্বজনরা অভিযোগ করেন, কয়েকদিন ধরেই আদর্শনগর এলাকার ফয়সাল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই তরুণীকে। এছাড়া তাকে কু প্রস্তাবও দেয়া হয়। গত ৭ আগস্ট শুক্রবার রাতে ফয়সাল তার ভাই ফাহিম, প্রান্ত, রাসেলসহ আরো কয়েকজন মিলে ওই তরুণীর ঘরে প্রবেশ করে তার মায়ের হাত পা বেঁধে ফেলে। পরে তার সামনেই তরুণীকে ধর্ষণ করে ফয়সাল। ওই ঘটনার ভিডিও ধারণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ফয়সালকে গ্রেফতারও করেছে। ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এআরএ/আরআইপি