দুস্থ শিশুদের জন্য ৯ গরু দিলেন গাজীপুরের ডিসি
দুস্থ শিশুদের জন্য ৯টি কোরবানির গরু দিলেন গাজীপুরের ডিসি। গাজীপুর দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র ও সরকারি আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঈদ উপহার ও কোরবানির পশু দেন তিনি।
গাজীপুরে সমাজসেবা অধিদফতর পরিচালিত ৯টি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে আশ্রিতদের ঈদের আনন্দকে আরও আনন্দদায়ক করতে জেলা প্রশাসকের উদ্যোগে এসব ঈদ উপহার দেয়া হয়।
এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে ৯টি কোরবানির গরু, ৩টি প্রতিষ্ঠানকে ডিপ ফ্রিজ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিশুদের জন্য ঈদের নতুন জামা-কাপড় উপহার দেন ডিসি।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯টি প্রতিষ্ঠানে গিয়ে নিজ হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
প্রতিষ্ঠানগুলো হলো- ইআরসিপিএইচ, শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা), সরকারি আশ্রয়কেন্দ্র, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার, সরকারি আশ্রয়কেন্দ্র, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম।
জেলা প্রশাসক হুমায়ূন কবীর বলেন, ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয়। বিশেষ করে দুস্থ শিশু-কিশোর ও সরকারি আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরা। এসব শিশু-কিশোর-কিশোরী এখানে বন্দি থাকে। এরা যাতে সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারে এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ। জেলার ৯টি প্রতিষ্ঠানে ৯টি গরু ও শিশুদের ঈদের নতুন পোশাক দেয়া হয়েছে। শিশুদের খুশি রাখতে এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
মো. আমিনুল ইসলাম/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ