ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ‘পাখি বাড়ি’

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:৩১ এএম, ২৩ আগস্ট ২০১৮

চড়ুই পাখির কিচির মিচির শব্দে মুখরিত চারদিক। বাজারে ছোট দুটি পাইকড় গাছকে ঘিরে তাদের আনাগোনা। প্রতিদিন বিকেল ও ভোরে গাছে গাছে তাদের কিচির-মিচির শব্দে জানিয়ে দেয় সরব উপস্থিতি।

নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর বাজার। শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। বাজারের ভেতরে তরকারি বাজারে অবস্থিত ছোট দুটি পাইকড় গাছ। গত ১৫/২০ দিন থেকে এসব গাছে আশ্রয় নিয়েছে হাজারো চড়ুই পাখি। এখন এ স্থানটি ‘পাখি বাড়ি’ নামে পরিচিত। যেন পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে।

southeast

প্রতিদিন বিকেল থেকে পরদিন ভোর পর্যন্ত পাইকড় গাছে হাজারো চড়ুই পাখির আনাগোনা ঘটে। তাদের কিচির-মিচির শব্দে মুখরিত হয়ে উঠে বাজারসহ এর আশপাশ। জানিয়ে দেয় তাদের সরব উপস্থিতি। চারপাশের গাছগুলো দখলে নিয়েছে তারা। পাখিদের কিচির মিচির শব্দ শুনতে এবং রাতে গাছের ডালে ঘুমিয়ে থাকার দৃশ্য দেখতে আসেন স্থানীয়রা। এ যেন অন্যরকম কৌতূহল। আর যখন ফিরে আসে তখন হাজারো পাখির উপস্থিতিতে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে যায়।

southeast

স্থানীয় আব্দুল হামিদ বলেন, হঠাৎ করে গত বছর বাজারে দুটো পাইকড় গাছে এসব চড়ুই পাখিরা আশ্রয় নেয়। এবারও গত ১৫ দিন আগ থেকে তারা আশ্রয় নিয়েছে। বিকেল থেকে কিচির মিচির শুরু হয় চলে পরদিন ভোর পর্যন্ত। প্রকৃতির এসব পাখিরা যেখানে নিরাপদ মনে করে সেখানে তারা আশ্রয় নেয়। ঝাঁক বেঁধে পাখিদের উড়ার দৃশ্য এবং কিচির মিচির শব্দ ভালো লাগে। কিছুদিনের মধ্যে হয়তো পাখিগুলো আবারও চলে যাবে।

আব্বাস আলী/এমএএস/এমএস