ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০১৮

নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় এমদাদুল হক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মজিবুর রহমান এই রায় দেন। এমদাদুল হক জেলার নিয়ামতপুর উপজেলার তিলিহারি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

প্রসিকিউশন পক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. মো. মোজাহার আলী এবং আসামি পক্ষে অ্যাড. মো. রফিকুল ইসলাম মন্ডল বেনু মামলাটি পরিচালনা করেন।

মামলার অভিযোগ, ২০১৫ সালের ১৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার হাজীর মোড় পাকা রাস্তার ওপর পৌঁছলে এমদাদুল হক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিশ তাকে আটক করে এবং দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোমরে বিশেষভাবে গোজানো অবস্থায় একটি সাদা পলিথিনের প্যাকেটে ৭৫ গ্রাম ওজনের মোট ১৫০টি পুড়িয়া উদ্ধার করে। পরে এসআই মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে নিয়ামতপুর থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দয়ের করেন।

আব্বাস আলী/আরএ/এমএস

আরও পড়ুন