ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১২:৫৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

নওগাঁ শহরের বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল কবির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নওগাঁ-বগুড়া সড়কের জগৎসিংহপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল কবির জেলার বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ফয়সাল কবির মোটরসাইকেলযোগে সান্তাহার থেকে নওগাঁ-বগুড়া বাইপাস সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জগৎসিংহপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল কবির ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/বিএ

আরও পড়ুন