দালাল চক্রের সদস্য গ্রেফতার
নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে দালাল চক্রের সদস্য শফিকুল ইসলাম (২৪) নামে এক যুবকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
মঙ্গলবার ভোরে উপজেলার জাহানপুর ইউনিয়নের কাজীমকমা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ হেল জামান বলেন, শফিকুল ইসলাম বিভিন্ন সরকারি দফতরে বিশেষ করে সেনাবাহিনী ও পুলিশের চাকরি দেয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে যুবকদের সংগ্রহ করত। এরপর তাদেরকে নিয়ে দালাল এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করে দিত। এক পর্যায়ে ওই দালাল চক্র যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিত। চাকরি না হলে টাকা ফেরতও দিত না।
ওসি আব্দুল্লাহ আরও বলেন, এসব অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আজ ধামইরহাট উপজেলার কাজীমকমা গ্রামের বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়া ওই দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।
আব্বাস আলী/আরএ/পিআর