ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্র নিহত

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

লক্ষ্মীপুরের সদর উপজেলায় বালু ভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহিম হোসেন নামে এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটি ভাঙচুর করে এবং প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইব্রাহিম একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

Lakshmipur

পুলিশ জানায়, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যানটি হাজিরহাট এলাকা এসে ওই ছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এসময় এলাকাবাসী ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপের সামনের কাঁচ ভাঙচুর করে। পরে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পিকআপটি পুলিশের হেফাজতে আছে।

কাজল কায়েস/আরএ/এমএস

আরও পড়ুন