শেরপুরে ৫১০ বস্তা ভিজিএফ চালসহ ব্যবসায়ী আটক
শেরপুরে নকলা উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ৫১০ বস্তা চালসহ এক চাল ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে নকলা উত্তর বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। আটক আমির উদ্দিন (৪৮) নকলা উপজেলার ইশিবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম বলেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নকলায় অভিযান চালানো হয়। এ সময় ভিজিএফের ৫১০ বস্তা চালসহ গুদামের মালিক আমির উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নকলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাকিম বাবুল/এএম/এমএস