ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

যশোরে বাঘারপাড়া উপজেলায় বজ্রপাতে দুজন নিহত। এসময় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চাড়াভিটা মাহমুদপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের হোসেন সরদারের ছেলে মোহাম্মাদ আলী (১৪) ও শাহবার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২)। আহতরা হলেন- একই এলাকার স্কুলছাত্র আইয়ুব খানের ছেলে রেজন খান (১৪) ও মিলন মোল্লার মেয়ে মিতু খাতুন (১০)।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে মোহাম্মাদ, সাব্বির, রেজন ও মিতু সবাই এক সঙ্গে মোল্লার বাড়ির বারান্দায় ও সামনে আশ্রায় নেয়। এসময় বজ্রপাত হলে তার সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহম্মদ ও সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিলন রহমান/আরএ/জেআইএম

আরও পড়ুন