ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ১১:৪৭ এএম, ১২ আগস্ট ২০১৫

আবারো ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে দু`পক্ষের ইটপাটকেল নিক্ষেপ আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট ছোঁড়ায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।  আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের চৌরাস্তা মোড়ে ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে আনা ও ফাঁসির দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত জেলা ছাত্রলীগ মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালনে মিছিল বের করে।  বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে শহরের চৌরাস্তায় মিছিলটি পৌঁছলে নতুন কমিটিতে বঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  এক পর্যায়ে দু`পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।  এতে উভয় গ্রুপের নেতাকর্মী ও পথচারি আহত হন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন।  এতে পথচারিসহ ছাত্রলীগের দু`গ্রুপের ২৫ জন আহত হন।

/
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিউল এহ্সান রিপন/এমজেড/আরআইপি