ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

মেহেরপুর শহর থেকে অস্ত্র ও গুলিসহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, এসময় তার কাছ থেকে একটি দেশি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক রাজন শহরের বোষ পাড়ার জমসেদ আলীর ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইনের নেতৃত্বে একটি দল শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি দেশি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। গ্রেফতার রাজনের নামে মেহেরপুর সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

আসিফ ইকবাল/আরএ/জেআইএম

আরও পড়ুন