ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বিস্ফোরক মামলায় বিএনপির ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রমাণ না পাওয়ায় মামলা থেকে আলমগীর বাবু ও আলী আকবর নামে দুইজনের অব্যাহতির আবেদন করা হয়েছে।

তদন্ত শেষে সোমবার কোতোয়ালি মডেল থানার এসআই এসএম শামীম আকতার আদালতে এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন- যশোর শহরের রেলগেটের শাহীন, মোল্যাপাড়া আমতলার মোজাম, আব্দুর রহমান, বারান্দীপাড়ার ইসমাইল হোসেন টেনিয়া, পটল, লোন অফিসপাড়ার আকমাম হোসেন, এইচএমএম রোডের ফয়সাল, ঘোপ সেন্ট্রাল রোডের রুহুল কুদ্দুস মুকুল, আরএন রোডের সোহাগ, আতাউল্লাহ, চারখাম্বার মোড়ের সাজেদুর রহমান সুজা, চুড়িপট্টির মুল্লুক চান, রিপন চৌধুরী, নলডাঙ্গা রোডের মিন্টু, মনিরুজ্জামান মাসুম, ওয়াশিংটন, নীলগঞ্জ সাহাপাড়ার বিপুল, সদরের ঘুনির নাজমুল হুদা, বালিয়াডাঙ্গা মান্দারতলার গণি, ইব্রাহিম ও ভায়নার কামরুজ্জামান বিদ্যুৎ।

মামলার বিবরণে বলা হয়েছে, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে শহরের খুলনা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির অফিসের সামনে নাশকতার পরিকল্প করছে বলে সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ২/৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই ২২ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত একজন ছাড়া সকল আসামিদের পলাতক দেখানো হয়েছে।

মিলন রহমান/আরএআর/এমএস

আরও পড়ুন