ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকা ও রায়পুর উপজেলার বামনীর মধ্য সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- সদর উপজেলার মান্দারী ইউনিয়নের চরচামিতা গ্রামের খোরশেদ আলমের ছেলে শোভন হোসেন (৩) ও রায়পুর উপজেলার বামনীর মধ্য সাগরদী গ্রামের প্রবাসী হান্নান মিয়ার মেয়ে মুনতাহা (৪) ।

জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার নানার বাড়িতে খেলার ছলে শোভন পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে। এছাড়া রায়পুর উপজেলার বামনীর মধ্য সাগরদী গ্রামে মুনতাহা পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজন পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুনতাহার মা নাছরিন বেগম বলেন, দুপর ১২টা ১৫ মিনিটের দিকে আমি রান্নাঘরে পারিবারিক কাজে ব্যস্ত থাকার সময় মেয়েটি ঘর থেকে বের হয়ে যায়। 

কাজল কায়েস/আরএআর/পিআর

আরও পড়ুন