ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | বেনাপোল | প্রকাশিত: ০৩:২৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মোস্তফাকে (৫০) গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার রাত ৮ টার সময় বেনাপোল পৌর এলাকার তালশারি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তফা বেনাপোল পোর্ট থানার তালশারি গ্রামের আদম আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত মোস্তফা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোস্তফাকে রোববার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে।

জেডএ