ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০২ অক্টোবর ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানায় পৃথক অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ, আতশবাজি ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে ঘটনার সঙ্গে জড়িত কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার সকালে থানার বারোপোতা ও গাতিপাড়া সীমান্ত থেকে ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।

Benapole-BGB-(3)

বিজিবি জানায়, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ, আতশবাজি ও শাড়ি ভারত থেকে পাচার করে এনে সীমান্তের বারপোতা ও গাতিপাড়ার মাঠের মধ্যে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ লাখ টাকা মূল্যের ওষুধ, আতশবাজি ও শাড়ি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএ/পিআর

আরও পড়ুন