ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় শাহ্ মাহী (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহী ওই এলাকার শাহ্ সোহাগের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন, সকালে আলীনগর এলাকায় একটি মাছবাহী পিকআপ ভ্যান পানি নেয়ার জন্য সড়কের পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে দাঁড়ায়। পরে পানি নিয়ে ভ্যানটি সামনে এগোনোর সময় সেখানে দাঁড়িয়ে থাকা মাহীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিজুল সঞ্চয়/আরএ/পিআর

আরও পড়ুন