৫ ছাত্রকে ন্যাড়া করার ঘটনায় বিএনপি নেতা আটক
ঠাকুরগাঁওয়ে পাঁচ ছাত্রকে ন্যাড়া করার ঘটনায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারকে (৫২) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল জব্বার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এছাড়া তিনি সদর উপজেলার আখানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, গত রোববার দুপুর ২টার দিকে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৫ ছাত্রকে বিদ্যালয়ে ডেকে নেন। এরপর বিদ্যালয়ে সালিশে-বৈঠক করে ওই ৫ জন ছাত্রের ওপর ছাত্রীকে উত্ত্যক্ত করার দায় চাপানো হয়। পাঁচ ছাত্র নিজেদের নিরপরাধ দাবি করলেও প্রধান শিক্ষক তাদের মারধর করেন। এরপর স্থানীয় এক নাপিতকে বিদ্যালয়ে ডেকে আনা হয়। জব্বারের নির্দেশে স্থানীয় লোকজনের সামনে ওই নাপিত একে একে পাঁচজনকে ন্যাড়া করে দেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।
রবিউল এহসান রিপন/আরএ/পিআর