টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
র্যাব বলছে, নিহত শরিফ ওরফে ফরহাদ চরমপন্থী দলের নেতা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
এ বিষয়ে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় র্যাবের একটি টিম পৌঁছালে র্যাবকে লক্ষ্য করে চরমপন্থী নেতারা গুলি ছোড়ে। পরে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
এতে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। একপর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং অন্যন্য নেতারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম