মেহেরপুরে মোটরসাইকেল কেড়ে নিল পুলিশ কনস্টেবলের প্রাণ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান রানা (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নুরপুর-কোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রানা মেহেরপুর আদালতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামে। পিতার নাম মৃত আলী আহম্মেদ।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের জন্য রানা মোটরসাইকেলে করে নুরপুর যাচ্ছিলেন। নুরপুর-কোলামোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এ ঘটনার পরপরই স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেয়ার পথে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় তার মৃত্যু হয়।’
রানা প্রায় ছয় বছর আগে পুলিশে যোগ দেন। তার এক শিশু পুত্র রয়েছে।
আসিফ ইকবাল/এমএমজেড/এএইচ