ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যারিস্টার মইনুলের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ ঝাড়ু মিছিল বের করা হয়। দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, সহ-সভাপতি রিনা, সাংগঠনিক সম্পাদক পারুল ও সদস্য মৌসুমি সুলতানা শান্ত প্রমুখ।

এ সময় বিক্ষোভকারীরা ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াত-বিএনপির এজেন্ট বলে আখ্যায়িত করেন। সেইসঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ শেষে ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

আব্বাস আলী/এএম/পিআর

আরও পড়ুন