নারী নির্যাতনের মামলায় শ্রীঘরে ইউপি সদস্য
প্রতীকী ছবি
নারী নির্যাতনের মামলায় রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদ সদস্য হাসান আলীকে (৫১) কারাগারে পাঠানো হয়েছে। হাসান আলী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
সোমবার দুপুরে তানোর থানা পুলিশ তাকে আদালতে নেয়। পরে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার বিকেলে নিজ বাড়ি চান্দুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। তার নামে থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিলেন হাসান আলী।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণ
- ২ ‘হাসিনা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না’
- ৩ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ৪ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৫ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত