ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুর-২ আসনে মনোনয়ন পেতে ছুটছেন অজন্তা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

বাংলাদেশের স্বাধীনতার পর শরীয়তপুর-২ আসনে প্রথম সংসদ সদস্য হন শহীদ এএফএম নুরুল হক হাওলাদার। তার মেয়ে জোবায়দা হক অজন্তা শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি ও তার সমর্থকরা ফেসবুকে এবং সড়কের মোড়ে মোড়ে বিলবোর্ড, লিফলেট বিতরণ, ব্যানার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন।

অজন্তা শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সালধ গ্রামের শহীদ এএফএম নুরুল হক হাওলাদার ও জেবুন্নেছা হকের একমাত্র মেয়ে। তিনি সালধ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে টিএম গিয়াস উদ্দিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া বর্তমানে তিনি যুব মহিলা লীগের নেতা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য।

জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার পর শরীয়তপুর-২ আসনের (নড়িয়া) প্রথম সংসদ সদস্য ছিলেন শহীদ এএফএম নুরুল হক হাওলাদার। নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি আঁততায়ীদের গুলিতে শহীদ হন। বর্তমানে শরীয়তপুর-২ আসনটি নড়িয়া উপজেলার সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাকে যুক্ত করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাই সাবেক সংসদ সদস্য শহীদ নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি আশা করেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে দলের মধ্যে কোনো কোন্দল বা অন্তর্দ্বন্দ্ব থাকবে না। সকলে মিলে মিশে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন।

shariatpur

শরীয়তপুর-২ আসনের জনগনের সঙ্গে কথা বলে জানা যায়, সততা, মেধা ও সাংগঠনিক দক্ষতায় শেখ হাসিনার স্নেহধন্য জোবায়দা হক অজন্তা শরীয়তপুরের একটি পরিচিত মুখ। আগামী নির্বাচনে শরীয়তপুর-২ আসনে মনোনয়ন পাবে বলে আশা করছেন তারা। এলাকার জনগণ মনে করেন তিনি শরীয়তপুর-২ আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে প্রথমে মাদকমুক্ত সমাজ গড়বেন। তাছাড়া শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা, সড়কসহ এলাকার সব ধরনের ব্যাপক উন্নয়ন হবে।

জোবায়দা হক অজন্তা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও বর্তমান সরকারের সাফল্যের চিত্র জনগণের কাছে তুলে ধরছি। আমি আগামী নির্বাচনে শরীয়তপুর-২ আসনে মনোনয়ন প্রার্থী।

তিনি দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে মাদার অব হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান।

ছগির হোসেন/এমএএস/আরআইপি

আরও পড়ুন