ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৮

নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. আল মামুন (২৫) নামে এক যুবককে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মো. আল মামুন পূর্বধলা উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. জব্বার ফকিরের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্বধলার ইসুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. এনামুল (২৫), মো. খায়রুল (২২)।

সরকারি কৌঁসুলি ইফতেকার উদ্দিন তালুকদার বলেন, পূর্বধলার নোয়াপাড়া গ্রামের মো. আল মামুনের সঙ্গে একই উপজেলার ইসুলিয়া গ্রামের মো. এনামুলের একটি মুঠোফোন নিয়ে বিরোধ চলে আসছিল।

২০১৪ সালের ১ মে আল মামুন বাজার থেকে একটি বাইসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় আসামিরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মামুনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ জানুয়ারি তিনজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মো. শহর আলী খান।

কামাল হোসাইন/এএম/জেআইএম

আরও পড়ুন