জামায়াতের আমিরসহ ১৮ নেতাকর্মী আটক, ১৮টি বোমা উদ্ধার
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আজিজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলার দামুড়হুদা, সদর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক এলাকা থেকে নাশকতার মামলায় তাদের আটক করা হয়।
এসময় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর থেকে ১১টি তাজা বোমা উদ্ধার করা হয়। বুধবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
আটকরা হলেন- দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আজিজুর রহমান, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আহম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আমীর হোসেন, আব্দুল মালেক, জামায়াত নেতা মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন, আলমডাঙ্গা উপজেলার বিএনপির ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দীন, বিএনপি কর্মী জান মোহাম্মদ, জনি, এস এম সাইফুল ইসলাম, জামায়াত কর্মী রেজাউল করিম, ইসহাক আলী, আসাদুল ইসলাম।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার ৩ উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করে। এ সময় পুলিশ ১১টি তাজা বোমা উদ্ধার করে।
আলমডাঙ্গা থানা পুলিশের ওসি লুতফুল কবির জানান, উপজেলার কালিদাসপুর স্কুল মাঠে নাশকতা সৃষ্টির লক্ষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। এ সময় বিএনপি নেতা সেলিম ও ১১টি তাজা বোমা সহ ৭ জনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/এমএএস/এমএস