রাঙ্গামাটিতে চাঁদাবাজির টাকাসহ আটক দুই
রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের রশিদ বই ও চাঁদাবাজির টাকাসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুতুকছড়ি বাজারের সাগর স্টোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাগর স্টোরের মালিক সাগর সেন (৪০) ও রঞ্জিত চাকমা (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে চাঁদা আদায়ের দুইটি রশিদ বইসহ নগদ ৩৭ হাজার ৭৫০ টাকা, তিনটি মোবাইল ও প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মুদ্রিত দুইটি বই উদ্ধার করে যৌথবাহিনী।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক বলেন, ‘তাদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলার প্রক্রিয়া চলছে।’
বিএ/এমএস