ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাতজোড় করে বলছি, নৌকায় ভোট দিন

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

শেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে নির্বাচনী সভা করেন তিনি। এ সময় ভোটারদের কাছে হাতজোড় করে নৌকায় ভোট চান কৃষিমন্ত্রী।

মতিয়া চৌধুরী বলেন, আপনাদের ভোটের বদৌলতে শেখ হাসিনার আন্তরিকতায় এলাকায় অনেক উন্নয়ন করেছি। আরও অনেক স্বপ্ন আছে। সেগুলো বাস্তবায়নের জন্য আবারও নৌকায় ভোট চাই।

তিনি বলেন, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে হাতজোড় করে বলছি, নৌকা মার্কায় ভোট দিন।

Sherpur-Motia-1

সমাবেশে আরও বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক ও কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল প্রমুখ।

কাকরকান্দি ইউনিয়নের পর মতিয়া চৌধুরী রামচন্দ্রকুড়া ইউনিয়নে নির্বাচনী সভা করেন। রামচন্দ্রকুড়ার পর পৌর শহরে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে মতিয়া চৌধুরী নকলা উপজেলায় নির্বাচনী সভা করেন।

হাকিম বাবুল/এএম/পিআর

আরও পড়ুন