চাঁদপুরে রসমালাই খেয়ে শিশুসহ অসুস্থ ১২
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাশিয়ারা গ্রামের চেয়ারম্যান বাড়িতে রসমালাই খেয়ে একই পরিবারের শিশুসহ ১২জন অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এদিকে অসুস্থদের দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জনকে ভর্তি করানো হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, লোকমান (৪০), সোহেল (১২), পূর্ণিমা (৬), খালেদা (৩৬), আয়েশা (২৭), আব্দুল্লাহ (১২), রোজিনা (৯), মহসিন (৮), ইশান (৬)।
অসুস্থ লোকমান জাগো নিউজকে জানান, গত সোমবার তার চায়ের দোকানে কে বা কারা রসমালাই রেখে যায়। কিন্তু রসমালাই আর নিতে আসেনি। পরে বৃহস্পতিবার সকালে বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে নিয়ে রসমালাই খান। খাওয়ার পর পরই তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।
ইকরাম চৌধুরী/এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান