ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘পাকিস্তানের এজেন্ট হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন জিয়া’

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন পাকিস্তানের এজেন্ট হিসেবে। কারণ স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানের প্রত্যেকটি ভূমিকা প্রমাণ করে, তিনি কখনও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না।

তিনি বলেন, জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার, আলবদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন।

মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতা বজায় রেখেছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। বিএনপি দলটি এখন আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করতে পারে না। জিয়াউর রহমান যেমন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিলেন তেমনি বেগম জিয়া রাজাকারদের পুনর্বাসন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আল-মামুন সাগর/এএম/এমএস

আরও পড়ুন