প্রার্থীদের প্রচারণায় সরগরম রাঙ্গামাটি
৩০ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে ২৯৯ রাঙ্গামাটি আসনে ভোটের মাঠে লড়ছেন ৬ জন প্রার্থী। তাই আওয়ামী লীগ, বিএনপি, জেএসএসসহ অন্য স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি।
এবার ২৯৯ রাঙ্গামাটি আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন দীপংকর তালুকদার। বিএনপির ধানের শীষ নিয়ে মনি স্বপন দেওয়ান। সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে জুঁই চাকমা। ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে জসিম উদ্দিন ও জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে পারভেজ তালুকদার।
সকল প্রার্থীর পোস্টার, মাইকিং চলছে শহরসহ জেলাজুড়ে। এছাড়া সকল প্রার্থী লিফলেট সহকারে প্রচারণা করছেন রাঙ্গামাটি দুর্গম এলাকা থেকে শুরু করে শহরের পথ, ঘাট, বাজারে এবং বিভিন্ন পাড়া-মহাল্লায়।

প্রতীক বরাদ্ধের পর থেকে আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার রাঙ্গামাটির শেষ সীমান্ত সাজেক থেকে প্রচারণা শুরু করেন। তিনি বাঘাইছড়ি, লংগদু, বরকল উপজেলায় প্রচারণা শেষ করেছেন। বর্তমানে জেলা শহরে প্রচারণা চালাচ্ছেন।
বিএনপি প্রার্থী সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান প্রতীক বরাদ্ধের পরে রাঙ্গামাটি শহর, কাউখালি, বাঘাইছড়ি, বরকলে প্রচারণা শেষ করেছেন। বাকি উপজেলাগুলোতেও সূচি মোতাবেক সম্পন্ন করার কথা জানিয়েছেন জেলা বিএনপি।
স্বতন্ত্র প্রার্থী, বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় জেএসএস’র সহ-সভাপতি ঊষাতন তালুকদার কাপ্তাই, কাউখালি ও রাজস্থলী উপজেলায় প্রচারণা সম্পন্ন করেছেন। বাকি উপজেলাগুলোও সূচি অনুসারে করার কথা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, ইসলামী আন্দোলনের জসিম উদ্দিন, জাতীয় পার্টির পারভেজ তালুকদার জেলা শহরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নানান রঙে, ঢঙে বিভিন্ন স্লোগানে এবং শত প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসন্ন একাদশ সংসদ সদস্য প্রার্থীরা।
সাইফুল/এমএএস/জেআইএম