নেতাকর্মী ছাড়াই নির্বাচনী মাঠে কনকচাঁপা
অবশেষে দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াই স্বামীর সঙ্গে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (সদরের আংশিক ও কাজিপুর) আসনে গণসংযোগে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
শুক্রবার দুপুরে স্বামী সুরকার মইনুল ইসলামকে নিয়ে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

কনকচাঁপা বলেন, প্রচারণায় সরাসরি বাধা না দেয়া হলেও মোবাইল ফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে। তারপরও আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে। প্রথম দিনেই মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি ভালো ফলাফল আশা করছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
তিনি আরও বলেন, জনগণকে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা কেন আমাদের মার্কার জন্য ভোট চাইতে পারবো না।
এদিকে কনকচাঁপার গণসংযোগের সময় পুলিশ তার নিরাপত্তা দিয়েছে। এ সময় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা দূরুত্ব বজায় রেখে সৌজন্যতা দেখিয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান