ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের ১০-১২টি দোকান ভাঙচুর করা হয়।

সোমবার দুুপরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় দলের আহতরা হলেন- ফিরোজ রেজা (৪৫), মিজান (২৫), আক্কাছ (৩০), আবু বকর (৩৮), নজরুল (২৫) মাহবুব (৪৫), টিপু (৩০) ও রাকিবসহ (২৭) ১০ জন।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাগরকান্দি বাজারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিস রয়েছে। দুপুর ১টার দিকে অফিসের পাশ দিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজা হাবিবের সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে তারা অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

একে জামান/এএম/আরআইপি