বেনাপোলের বিভিন্ন স্থানে র্যাবের তল্লাশি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা এড়াতে মহাসড়কসহ যশোরের শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে র্যাবের তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আগামীকাল নির্বাচনের পরও এ টহল অব্যাহত থাকবে বলে জানা যায়। এছাড়া উপজেলার আবাসিক হোটেলগুলোতে বহিরাগত বোর্ডারদের ওপর বিশেষ নজরদারি রয়েছে র্যাবের।
র্যাব-৬ জানায়, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে যশোর শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাব-৬ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুরত আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে যশোর জেলার ঝিকরগাছা, গদখালী, বেনাপোলের আমড়াখালীসহ বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
মো. জামাল হোসেন/এএম/জেআইএম