ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩টির মধ্যে দুটি আসনে ধানের শীষের জয়

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১১:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুইটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী শাহজাহান মিঞা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৫০ ভোট।

এ আসনের চারটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বিএনপি প্রার্থী শাহজাহান মিঞার অভিযোগের প্রেক্ষিতে ভোট স্থগিত করা হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। স্থগিতকৃত চারটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩২৭। ফলে মহাজোটের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী মুহা. জিয়াউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী মো. আব্দুল ওদুদ নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে তিনজনকে জয়ী ঘোষণা করা হয়।

মোহা. আব্দুল্লাহ/এএম/আরআইপি

আরও পড়ুন