বিশাল ব্যবধানে জয়ের পথে নৌকার মাঝি দীপংকর
বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার। রোববার সারা দেশের ন্যায় একযোগে রাঙামাটি পার্বত্য জেলায়ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সর্বশেষ রাঙামাটির ২০৩টি কেন্দ্রের মধ্যে ১৮৪টি কেন্দ্রে ১,৫৬,৮৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার পেয়েছেন ৯৪,৪৯৫ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মনি স্বপন দেওয়ান পেয়েছেন ৩১,০১৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী পারভেজ তালুকদার পেয়েছেন ৪৭০, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ৪৪৫ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১,৫৪৬ ভোট।
রাঙামাটির আরো ১৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি হেলিসর্টি হওয়ায় তা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল।
এ সম্পর্কে তিনি বলেন, ‘বাকি ১৯টি কেন্দ্র দুর্গম অঞ্চলে হওয়ায় তার ফলাফল আজকে জানা সম্ভব নয়। তাই আগামীকাল পেতে পারি। এ কেন্দ্রগুলোতে মোট ভোটার ২৫,০৫৭ জন। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের প্রার্থীই বিজয়ী হওয়ার পথে।’
রাঙামাটির সংসদীয় ২৯৯ নম্বর আসনে ১০টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে এই জেলার একমাত্র আসনটিতে ২০৩টি কেন্দ্রে ৪,১৮,২১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২০,৩৫৪ ও নারী ভোটার ১,৯৭,৮৬৩ জন।
সাইফুল উদ্দীন/আইএইচএস/আরআইপি