ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

পিরোজপুরে মো. সাকিল আহমেদ আশিষ (৪০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তাকে কুপিয়ে আহত করা হয়। এরপর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

নিহত সাকিল আহমেদ আশিষ সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগ কর্মী ছিল।

স্থানীয়রা জানান, পিরোজপুর জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা যান।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, তার অবস্থা এতই খারাপ ছিল যে তাকে এখান থেকে দ্রুত খুলনা পাঠানো হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, আশিষ নামে একজনকে সন্ত্রাসীরা কুপিয়েছে বলে শুনেছি। কিন্তু থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হাসান মামুন/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন