ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৫তম হয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত সোহাগীর

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে অদম্য মেধাবী সোহাগী বেগমের।

চলতি শিক্ষা বর্ষে সোহাগী ব্যবসা শিক্ষা শাখায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সি ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৫তম স্থান অর্জন করেছে।

অদম্য মেধাবী সোহাগী বেগম লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের দিনমজুর হারুণ অর রশিদের মেয়ে। চার ভাই বোনের মধ্যে দ্বিতীয় সোহাগী। বাকি তিন ভাই-বোন বিভিন্ন কলেজ লেখাপড়া করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর রশিদ একজন দিনমজুর ও বর্গা চাষি। মাত্র বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাদের পরিবারের। চার ছেলে-মেয়ের লেখাপড়ার পেছনে অন্যের বাড়িতে কাজ করতে হয় তাকে। খেয়ে না খেয়ে দিনযাপন করলেও কখন হাত পাতেননি অন্যের কাছে। অবশেষে মেয়ের উচ্চ শিক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেন হারুন অর রশিদ।

তার মেয়ে সোহাগী বেগম ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় মহিষখোচা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ এবং ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৪.৬৭ পেয়েছেন। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে মেধা তালিকায় ১৫তম স্থান অর্জন করেন।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েও অনিশ্চিত হয়ে পড়েছে তার উচ্চ শিক্ষা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে সোহাগী বিসিএস ক্যাডার হতে চায়। আগামী ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ দিন। কিন্তু জীবনের শুরুতেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। কোথায় পাবে টাকা, কে দেবেন টাকা? কে চালাবে পড়ার খরচ- এ চিন্তায় দিন কাটছে অদম্য মেধাবী সোহাগীর। দিনমজুর বাবার পক্ষে এ টাকা জোগাড় করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

সোহাগীর বড় ভাই মানিক মিয়া বলেন, এত টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার মতো সামর্থ্য নেই আমাদের। তবুও আমি আমার বোনের স্বপ্ন এভাবে শেষ করে দিতে পারি না। তাই আজ সবার দ্বারস্থ হয়েছি। সমাজের বিত্তবানরা সহায়তা করলে সোহাগীর স্বপ্ন পূরণ হবে।

পাশাপাশি সোহাগীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহযোগিতা চেয়েছেন বাবা হারুন অর রশিদ। হৃদয়বান যেকোনো ব্যক্তি সহযোগিতা করার জন্য এই (০১৭৮০৫৩৫৪৫৭ অথবা ০১৭৫২৫৫১৬৩৫) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

রবিউল/এএম/জেআইএম

আরও পড়ুন