ইছামতি নদীতে মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ
সিরাজগঞ্জে ইছামতি নদী থেকে আব্দুল আওয়াল (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর এলাকায় ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ১৫ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
নিহত আওয়াল সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত আনোয়ার মুন্সীর ছেলে। তিনি শিয়ালকোল গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন আওয়াল। এ বিষয়ে নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তদন্ত করে শিয়ালকোল এলাকার পিচ্চি সুলতানের মোবাইল ট্র্যাকিং করে পাওয়া তথ্যে সোমবার দুপুরে ইছামতি নদী থেকে আওয়ালের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল