ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘জিয়া সাইবার ফোর্সের’ সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৯ জানুয়ারি ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচারের অপরাধে ‘জিয়া সাইবার ফোর্সের’ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার ঝিনাইদহ বাস টার্মিনালের দক্ষিণ পাশের লাখি প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান মাগুরার শালিখা থানার হাসেম আলী মোল্লার ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মাসুদ আলম বলেন, গ্রেফতার মেহেদী হাসান ‘জিয়া সাইবার ফোর্সের’ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছেন মেহেদী। রাষ্ট্রবিরোধী বক্তব্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ ও অপপ্রচারে লিপ্ত ছিলেন মেদেহী। তাই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম।

এএম/পিআর

আরও পড়ুন