সাইড না দেয়ায় দুইজনকে চাপা দিয়ে মেরে ফেলল ট্রাক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাইড না দেয়ায় চাপা দিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে মেরে ফেলল ট্রাক। সোমবার বিকেলে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৪০) ও আরিফ হোসেন (৩৮)। তাদের বাড়ি লালমনিরহাট শহরের গোশালা বাজার এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে খোরশেদ ও আরিফ পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক সাইড না পেয়ে মেছেরঘাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ওই দুই আরোহী পাটগ্রাম শহরে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল তিন ঘণ্টা ধরে বন্ধ হয়ে পড়ে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
রবিউল হাসান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম