ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দ্র ফাঁকা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ।

তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। কয়েকটি কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটারকে পাওয়া যায়। ভোটার কম থাকায় অলস সময় পার করেছেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তারা।

এ ইউনিয়নের উপ-নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেছেন কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত জাপা নেতা কেএম মোশারফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী।

তিনি জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. কবিরুজ্জামান মন্টু। আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন আব্দুর রহমান।

satkhira-(1)

জাতীয় পার্টির প্রার্থী আকলিমা খাতুন লাকীর মেয়ে সামিয়া সুলতানা বলেন, বুধবার রাত থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তার পক্ষের লোকজন প্রচার করেছেন রাতেই ভোট কেটে নেয়া হয়ে গেছে। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, ভোটার উপস্থিতি খুবই কম। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জামির হায়দার জাগো নিউজকে বলেন, এ ইউনিয়নে ২০ হাজার ৫৫৩টি ভোট রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এখন চলছে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

আরও পড়ুন